প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৫১

বগুড়ার শেরপুরে সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বগুড়ার শেরপুরে একটি সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমান সুতা ও তৈরীর কাঁচামাল ও সুতা পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। কারখানাটির যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারস্থ মানিক মিয়ার মালিকাধীন ওই সুতার কারখানায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কারখানাটির মালিক মানিক মিয়া জানান, ছোনকা বাজার এলাকায় অবস্থিত মার্কেটের একটি বড় আকারের কক্ষ ভাড়া নিয়ে কারখানাটি গড়ে তুলেন। দুপুরের পর হঠাৎ কারখানার ভেতরে আগুণের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়া হয়। পরে তারা দ্রুতই ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এরইমধ্যে কারখানার সব মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।

উপরে