প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৫৭

কাহালুতে উদ্দীপন এনজিও কর্মীর বস্তাবন্দী লাশ উদ্ধার

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে উদ্দীপন এনজিও কর্মীর বস্তাবন্দী লাশ উদ্ধার

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু থানা পুলিশ উপজেলার দামাই এলাকার একটি তালাবদ্ধ বাড়ী হতে নিখোঁজ উদ্দীপন এনজিও কাহালু শাখার প্রোগ্রাম অফিসার শাহারিয়ার (৪৫) এর বস্তাবন্দী অর্ধ গলিত লাশ উদ্ধার করেন। গত ১৭ সেপ্টেম্বর প্রোগ্রাম অফিসার শাহারিয়ার মোটর সাইকেল নিয়ে কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের শিকড় গ্রামে কিস্তি তুলে দরগাহাট বাজারের দিকে ফিরে আসার পথে মোটর সাইকেল সহ  নিখোঁজ হন। দুপুর ২টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় উদ্দীপন এনজিও কাহালু শাখার শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম কাহালু থানায় ১টি জিডি দায়ের করেন।

থানার পুলিশ জানান, দামাই গ্রামের মিলু হাজীর বাড়ী ভিতর হতে র্দুগন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে মর্গে পাঠান। স্থানীয় লোকজন জানান,উল্লেখিত বাড়ীতে জনৈক্য আমজাদ হোসেন ও তার ছেলে কাঠমিস্ত্রি রাজু ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। নিহত শাহারিয়ার ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার হামদামপুর গ্রামের মনির উদ্দিনের পুত্র। এ ঘটনায় ঘটরান্থল পরিদর্শন করেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান। কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান এর ধারনা তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। 

উপরে