প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ২০:২৬

বগুড়ায় পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বগুড়ায় পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বগুড়ায় শুক্রবার রাতে শহরের টেম্পল রোডস্থ সনাতন ধর্ম মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজের সভাপতিত্বে সভায় কমিটির পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি যথাক্রমে গোপাল চন্দ্র পালিত শংকর, দীপক রায় দিপু ও অতুল কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায় ও মিথন রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, সহ সাংগঠনিক সম্পাদক লব প্রসাদ, দপ্তর সম্পাদক অরুপ রতন, কোষাধ্যক্ষ জীবন দাস, সহ-প্রচার সম্পাদক শুভাশীষ সরকার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাজকুমার সাহা, পূজা বিষয়ক সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, পল্টন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। বগুড়া পৌর এলাকায় মোট ২১ টি ওয়ার্ডে অনুষ্ঠিত ৭৭টি পূজামন্ডপে যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হয় তা নিশ্চিতে পৌর কমিটির উদ্যোগে আলাদা আলাদা মনিটরিং টিম গঠনসহ পূজায় উক্ত কমিটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে পৌর এলাকার সকল মন্দিরে প্রশাসনের পক্ষ হতে দেয়া সকল নির্দেশনা সম্পর্কে অবহিতকরণ এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত সর্বদা সহযোগিতা প্রদানের বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপরে