প্রকাশিত : ১ অক্টোবর, ২০১৯ ২১:২৬

নন্দীগ্রাম পল্লী বিদ্যুত অফিস কে জোনাল অফিস করার প্রস্তাব

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রাম পল্লী বিদ্যুত অফিস কে জোনাল অফিস করার প্রস্তাব

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পল্লী বিদ্যুত এর সাব জোনাল অফিস কে জোনাল অফিস করার জন্য প্রস্তাব করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানাযায়, নন্দীগ্রাম পল্লী বিদ্যুত অফিসটি সাব জোনাল অফিস হিসেবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু বর্তমানে সাব জোনাল অফিসের আওতায় মোট গ্রাহক সংখ্যা ৪৭ হাজার। এই গ্রাহক কে সাব জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা কোন মতেই কাঙ্খিত সেবা দিতে পারছে না। যার কারনে প্রতিনিয়ত গ্রাহকদেরকে সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে। গ্রাহকরা সর্বক্ষন নানাবিধ সমস্যার সম্মূখিন হচ্ছে যা সমাধান করা কোন মতেই সম্ভব হচ্ছে না।বর্তমানে সাব জোনাল অফিসে ১জন অফিস কর্মকর্তা এ. জি. এম (কম), ১ জন জুনিয়র ইঞ্জিনিয়ার, ১ জন বিলিং সুপারভাইজার, ১ জন ওয়ারিং পরিদর্শক, ১ জন ক্যাশিয়ার, ১৭ জন মিটার রিডার কাম ম্যাসিঞ্জার, ১ জন মিটার টেস্টার ও ৩ জন গার্ড রয়েছে।কিন্তু এত কম জনবল দিয়ে ৪৭ হাজার গ্রাহকদের সেবা দেওয়া একে বারেই অসম্ভব হয়ে পড়েছে। এ. জি. এম মাজাহারুল ইসলাম এই প্রতিনিধিকে জানান, ৪৫ হাজার গ্রাহক হলে জোনাল অফিস করা যায়। কিন্তু বর্তমানে নন্দীগ্রাম সাব জোনাল অফিসে ৪৭ হাজার গ্রাহক সংখ্যা রয়েছে। যার কারনে নন্দীগ্রাম সাব জোনাল অফিস কে জোনাল অফিস করার জন্য গত সেপ্টেম্বর মাসে প্রস্তাবনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বিবেচনা করলে অতি তাড়াতাড়ি নন্দীগ্রাম সাব জোনাল অফিসটি জোনাল অফিস হয়ে যেতে পারে।

নন্দীগ্রাম সাব জোনাল অফিসটি জোনাল অফিস হলে নন্দীগ্রাম বাসী অনেক উপকৃত হবে। বিশেষ করে বিদ্যুত খুব দ্রুত ঘড়ে ঘড়ে পৌছে যেত। লোডশেডিং  হত না। এলাকার মানুষ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুত পেত। জোনাল অফিস করার জন্য সাব জোনাল অফিসের বেশ কিছু কাজ করা হয়েছে। শেরপুর গ্রেড থেকে নন্দীগ্রাম কাথম সাব সেন্টার পর্যন্ত ৩৩ কেভির কাজ করা হয়েছে। দেওতা মোড়ে সাব সেন্টার করার জন্য ৪০ শতাংশ জায়গা অধিগ্রহন করা হয়েছে। যেখানে ৪টি ফিডারে ভাগ করা হবে। কাথম সাব সেন্টার থেকে রনবাঘা পর্যন্ত লাইন সম্প্রসারনের কাজ চলছে। এবং একটি ফিডার নির্মাণ করা হবে। সব মিলিয়ে বর্তমানে নন্দীগ্রাম সাব জোনাল অফিস কে জোনাল অফিসে রুপান্তরিত করা একান্ত প্রয়োজন বলে এলাকাবাসী দাবি তুলেছে।

উপরে