প্রকাশিত : ২ অক্টোবর, ২০১৯ ১৪:১৬

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ পরিচ্ছন্নতাকর্মী আটক

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ পরিচ্ছন্নতাকর্মী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২২০ গ্রাম সোনাসহ (৩৬টি সোনার বার) এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

আজ বুধবার বেলা ১১টায় দুবাই থেকে একটি ফ্লাইটে পরিচ্ছন্নতার কাজ করার সময় এসব সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী মো. ইলিয়াস (৩০) কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার বাড়ি নগরের দক্ষিণ পতেঙ্গা এলাকায়। 

বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, সিভিল এভিয়েশনের পরিচ্ছন্নতাকর্মী মো. ইলিয়াস দুবাই থেকে আসা ফ্লাইটটি পরিষ্কার করে ফেরার পথে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের ওজন প্রায় ৪ কেজি ২২০ গ্রাম। এর আনুমানিক বাজার দর দুই কোটি টাকা বলে জানান কর্মকর্তারা। 

এদিকে আটককৃত মো. ইলিয়াসকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে জানান কাস্টমসের উপকমিশনার মো. রিয়াদুল ইসলাম।

উপরে