প্রকাশিত : ৩ অক্টোবর, ২০১৯ ১৯:০০

কাহালুতে ডেঙ্গু, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতামূলক সভা

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে ডেঙ্গু, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতামূলক সভা

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের ৩ মাসের কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বগুড়ার কাহালু পৌরসভার গোয়ালপুকুর মসজিদ সংলগ্ন সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের আয়োজনে ডেঙ্গু, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন অত্র কেন্দ্রের শিক্ষক লুৎফন্নেছা বেগম। উক্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম এ মতিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু মডেল রিসোর্স সেন্টার কাম-অফিসের কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ আলহাজ্ব আব্দুল হাই, হেদায়েতুল্লাহ, সেকেন্দার আলী, আব্দুল লতিফ, রেশমা খাতুন, মেহেরুন নেছা সহ কাহালু পৌরসভার এলাকার সকল কেন্দ্রের শিক্ষকবৃন্দ প্রমূখ। উক্ত সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন অত্র কেন্দ্রের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

সচেতনতামূলক সভা শেষে “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই বিষয়কে সামনে রেখে ডেঙ্গু মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রের আয়োজনে ডেঙ্গু, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতামূলক সভা ও “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই বিষয়কে সামনে রেখে ডেঙ্গু মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশগ্রহন করেন তিনি।

 

উপরে