প্রকাশিত : ৭ অক্টোবর, ২০১৯ ১৩:২১

শারদীয় উৎসবে সর্বদা মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা নিতে হবে: পুলিশ সুপার বগুড়া

ষ্টাফ রিপোর্টার
শারদীয় উৎসবে সর্বদা মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা নিতে হবে: পুলিশ সুপার বগুড়া

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মালম্বীদের উৎসব নয় এটি আজ বাঙালির উৎসবে পরিণত হয়েছে। তাই শারদীয় উৎসবে ইতিবাচক মানসিকতায় সর্বদা মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে সকলকে প্রতিজ্ঞা নেওয়ার আহবান জানান তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে রবিবার বিকেলে শহরের চেলোপাড়া দূর্জয় ক্লাব প্রাঙ্গণে সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন।

পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক ডা: সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়, কোষাধ্যক্ষ জীবন দাস, প্রচার সম্পাদক নীতি সরকার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাজকুমার সাহা, সমাজসেবক রাজু আহম্মেদ প্রমুখ। তিন ধাপে এই বছরে উক্ত কাব প্রাঙ্গণে ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রায় ৫ শতাধিক সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

উপরে