প্রকাশিত : ৮ অক্টোবর, ২০১৯ ১২:৩৩

বগুড়া শহরের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ

ষ্টাফ রিপোর্টার
বগুড়া শহরের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বগুড়া শহরের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের মুগলিশপুরে পূজা মন্ডব পরিদর্শন করার সময় উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর টিপু সলতান, বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী, উক্ত মন্দির কমিটির সভাপতি নিমাই ঘোষ, সহ সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান শাকিল, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ আলী নাঈম খাঁন, আসাদুজ্জামান সাগর, রাকিবুল ইসলাম রাকিব, মাহমুদুল হাসান সোহাগ সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মন্দির পরিদর্শনকালে বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করে তুলেছে। এখানে ধর্মের মাঝে কোন বিরোধ নেই। যার যার ধর্ম সে সে স্বাধীন ভাবে পালন করবে এটাই তার স্বপ্ন। এজন্য অনেক আনন্দ ঘন পরিবেশে এই শারদীয় দূর্গোৎসব পালন করে যাচ্ছে হিন্দু ধর্মালম্বীরা। তিনি মন্দির কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং কিছু নগদ অনুদান প্রদান করেন।

 

উপরে