প্রকাশিত : ৯ অক্টোবর, ২০১৯ ১২:৩০

বগুড়ায় বির্সজনের মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপি শারদীয় দুর্গাপুজার সমাপ্তি

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বির্সজনের মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপি শারদীয় দুর্গাপুজার সমাপ্তি

বগুড়ায় বিজয়ী দশমীর মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজার সমাপ্ত হলো। মঙ্গলবার সকাল ৯টা থেকে পুজামন্ডপগুলোতে শুরু হয় দশমী পুজা। এতে হিন্দু ধর্মাবলম্বী নর-নারীরা অংশ নেন। বেলা ১১টার মধ্যে সমাপ্ত হয় মা দশমী পূজা। 

এরপর দুপুরের পর মন্ডপগুলোতে গৃহবধুদের সিঁদুর খেলা শেষে করতোয়া সহ বিভিন্ন নদীতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়েই বগুড়া জেলায় মোট ৬৬৭ টি মন্ডপে শান্তিপুর্নভাবে শেষ হয় ৫ দিনব্যাপী শারদীয় র্দুগোৎসব। শহরের প্রতিমাগুলো করতোয়া নদীতে দেবীর বির্সজন দিয়ে ঘরে ফেরেন সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ। দুর্গাপুজা উপল্েয শহরের বিভিন্ন পয়েন্টে সর্তক অবস্থানে ছিল আইনশৃংখলা বাহিনী।

 

উপরে