প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৯ ২০:৩৮

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সারা দেশের ন্যায় গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জীবনের আগে জীবিকা নয়-সড়ক দুর্ঘটনা আর নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিআরটিএ (সার্কেল) এর আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিআরটিএ সার্কেল অফিসের সহকারী পরিচালক সুধীর কুমার সাহার সভাপতিত্বে নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল-বাকী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইলিয়াছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ মো: শরীফুল আলম, ভারপ্রাপ্ত মেয়র মো: নাজমুল হাসান, বিআরটিসি টুঙ্গিপাড়া শাখার (ম্যানেজার ট্রেনিং) নীহার রঞ্জন মজুমদার, মোটরযান পরিদর্শক মো: সাঈদ সিদ্দিক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সদস্য সচিব মওদুদ হোসেন রেন্টু, বাস-মালিক মো: বিলাস শেখ, জেলা ট্রাক-ট্রাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: ওমর আলী মোল্যা প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদেরকে নিরাপদ সড়ক সম্পর্কে সঠিক শিক্ষা নিতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেওয়া হয়।এ সময় জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো: উজ্জল শেখ, জেলা এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো: বুলবুল ইসলাম, জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: শাকিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো: রাহাত খান, সার্ভেয়ার মো: শিবলী সাদিক, উচ্চমান সহকারী মো: তমিজ উদ্দিন, ওয়ার্ক সুপার ভাইজার এস এম মশিউর রহমান, কার্য-সহকারী মো: মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উপরে