প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৯ ২০:৪১

হাকিমপুরে বাল্যবিবাহ প্রতিরোধ,গর্ভকালীন ও প্রসবকালীন সেবা সম্পর্কে মা সমাবেশ অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হাকিমপুরে বাল্যবিবাহ প্রতিরোধ,গর্ভকালীন ও প্রসবকালীন সেবা সম্পর্কে মা সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বাল্যবিবাহ প্রতিরোধ, সিজার বন্ধে প্রাতিষ্ঠানিক ডেলিভারীতে উদ্ভুদ্ধ করতে, গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা, প্রসবত্তোর সেবা ও পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে মায়েদের সচেতন করতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।হাকিমপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে হিলির খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ,হাকিমপুর প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে।সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেক মায়েদের এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে সিজার বন্ধে প্রাতিষ্ঠানিক ডেলিভারীতে উদ্ভুদ্ধ করন, গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা, প্রসবত্তোর সেবা ও পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে মায়েদের নানা পরামর্শ প্রদান করা হয়।

উপরে