প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৯ ২০:৪৩

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে কাহালুতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাহালু (বগুড়া) প্রতিনিধি
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে কাহালুতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই উপজেলা কমিটির যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস/১৯ইং উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র‌্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, রওশন আকতার।

নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সভাপতি প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান, উপজেলা সমবায় অফিসার মির্জা জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকীম, দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ফাহিম আহম্মেদ (রিয়াদ), সদস্য রায়হান, শামীম, কাহালু সরকারি ডিগ্রী কলেজ শাখার আহবায়ক রিমন আহাদ, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা শাখার আহবায়ক আবুজর আল গিফারী প্রমূখ। আলোচনা সভা শেষে সচেতনামূলক লিফলেট বিতারণ করা হয়।

উপরে