প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৯ ২১:০৩

বগুড়ার শেরপুরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

বগুড়ার শেরপুরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২২অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’-স্লোগানে বের হওয়া র‌্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, মোহাম্মাদ আলী মুন্টু প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা দুর্ঘটনা রোধে সচেতনতার সঙ্গে সড়ক নিরাপত্তা আইন মেনে যানবাহন চালানোর জন্য চালকদের প্রতি আহবান জানান।

উপরে