প্রকাশিত : ২ নভেম্বর, ২০১৯ ১৪:৩৫

পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাসদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাসদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ভারত কর্তৃক পেঁয়াজ রপ্তানী বন্ধের অজুহাতে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের শাস্তি,নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে বগুড়ায় বাসদ মানববন্ধন ও সমাবেশ করেছে।

আজ শনিবার দুপুরে শহরের সাতমাথায় বাসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারত পেঁয়াজ রপ্তানী বন্ধ করার পর বাংলাদেশের খুচরা বাজারে দাম হু হু করে বেড়ে চলছে। বিভিন্ন বাজারে ১২০টাকা থেকে ১৪০টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকার বাজারকে স্থিতিশীল করার পদক্ষেপ না নিয়ে, পেঁয়াজের দাম বাড়ায় এর সামাধান হিসেবে পেঁয়াজ না খাওয়ার কথা বলে জনগণের সাথে মশকরা করছেন। বক্তারা অবিলম্বে এই পরিস্থিতি নিরসন কল্পে পদক্ষেপ গ্রহন এবং এর সাথে জড়িত সিন্ডিকেট ব্যবসায়ীদের শাস্তির দাবী জানান।

 

উপরে