প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৫:০৪

গোপালগঞ্জের মুকসুদপুরে রাতে পরীক্ষা দিলেন জেএসসি শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে রাতে পরীক্ষা দিলেন জেএসসি শিক্ষার্থীরা

গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের ৫৮ পরীক্ষার্থী শনিবার রাতে জেএসসির পরীক্ষা দিয়েছেন। এরা সবাই মুকসুদপুর উপজেলার জলিরপাড় কেলগমুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে ২৩ জন ছাত্র ও ৩৫ জন ছাত্রী।

শনিবার রাতে জলিরপাড় জেকেএমবি মলিতক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন তারা। বোর্ডের অনুমতিক্রমে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে জলিরপাড় কেলগমুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন শ্যামল হালদার জানান, খ্রিষ্টান ধর্ম অনুসারে শনিবার দিনের আলোয় লেখা নিষেধ। তাই এসব খ্রিষ্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী রাতে পরীক্ষা দিয়েছেন। এ সময় তিনি আরো জানান, ২০১৯ সালের জেএসসি পরীক্ষার রুটিন অনুসারে দুটি বিষয়ের পরীক্ষা দুই শনিবার হবে। ওই দুই শনিবার এসব পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দেবেন।

শনিবার অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে ওই ৫৮ জন পরীক্ষার্থী সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তারা ওই কেন্দ্রের একটি নির্দিষ্ট কক্ষে অবস্থান করেন। সন্ধ্যা ৬টায় তাদের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে রাত ৯টা তারা পরীক্ষা কেন্দ্র থেকে বের হন।

খ্রিষ্টানধর্মের ওই পরীক্ষার্থীরা জানান, ধর্মীয় বিধান অনুসারে আমাদের শনিবার দিনের বেলায় কোন কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে দুইটি শনিবার রাতে আমরা জেএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছি।

এ ব্যাপারে কেন্দ্র সচিব নির্মল সাহা জানান, খ্রিষ্টানধর্মের একাংশ তাদের ধর্মীয় বিধান মতে সূর্যের আলো থাকাকালীন সময়ে লেখা নিষেধ। তাই তারা রাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়েছেন।

 

উপরে