প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৫:১৫

হিলি বাজারে পেঁয়াজের দাম ঠেকাতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হিলি (দিনাজপুর)
হিলি বাজারে পেঁয়াজের দাম ঠেকাতে ভ্রাম্যমান আদালতের অভিযান

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

পেঁয়াজ মজুদ করে কেউ যেন পেঁয়াজের মুল্যবৃদ্ধি না করতে পারে সে লক্ষ্যে কাঁচাবাজারে অভিযান চালিয়েছে এই ভ্রাম্যমান আদালত, এসময় দুটি দোকানিকে এনালগ পাল্লা ব্যবহার করার দায়ে জরিমানা ও সকল দোকানে মুল্য তালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করে।

রবিবার সন্ধ্যায় হিলি বাজারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলমের নেতৃত্বে একটি প্রশাসনের টিম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এবং কয়েকটি দোকানে জরিমানা ও মুল্য তালিকা টাঙানোর নির্দেশ দেন।

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলম জানান, দেশের বর্তমান পেঁয়াজের বাজার উদ্ধমুখি, সেই জন্য বাজারে কোন ব্যবসায়ী যেন পেঁয়াজ মজুদ করে  পেঁয়াজের দাম বৃদ্ধি না করতে পারে সে উদ্দেশ্যে আমরা নিয়মিত  কাঁচাবাজার অভিযান চালাচ্ছি। পুরো উপজেলার কাঁচাবাজারে পেঁয়াজের মুল্য স¦াভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

উপরে