প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৬:২০

পরীক্ষা কেন্দ্র থেকে ভাইকে আনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

অনলাইন ডেস্ক
 পরীক্ষা কেন্দ্র থেকে ভাইকে আনতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

পরীক্ষা কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নাজমুল ইসলাম ফাহিম (১৬) নামের এক স্কুলছাত্রের। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফাহিম স্থানীয় আটগাঁও গ্রামের মৃত গেদন মিয়ার ছেলে। সে ওসমানীনগর মঙ্গলচণ্ডি নিশাত কান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নিহত ফাহিমের ছোট ভাই তাজপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিচ্ছিল। ভাইকে আনতে বাইসাইকেলে করে কেন্দ্রের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে বাইসাইলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
উপরে