প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ২১:১৫

বগুড়ায় পাথর বোঝাই ট্রাক থেকে ফেন্সিডিল,গাঁজা উদ্ধার

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বগুড়ায় পাথর বোঝাই ট্রাক থেকে ফেন্সিডিল,গাঁজা উদ্ধার

বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাক থেকে ৫১০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক বহনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে। গতকাল সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে বগুড়া শহরতলীর সাবগ্রাম দ্বিতীয় বাইপাস এলাকা থেকে মাদকসহ ট্রাকটি আটক করা হয়।

বগুড়া ডিবি পুলিশের কার্যালয় সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের দ্বিতীয় বাইপাস সাবগ্রাম ইলাহী মার্কেটের সামনে পাথর বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-ট-২২-৯০৪০) আটক করে। এ সময় ট্রাক থেকে নেমে মাদক বহনকারিরা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে ট্রাকের পেছনে পাথরের নিচ থেকে ৫১০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধার হাতিবান্ধা উপজেলার সিংড়িমারী গ্রামের মোঃ আছমুদ্দিনের ছেলে মোঃ সারুজ্জামান(২৩), একই এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম(৪৫) ও লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নবীনগরের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ তাহেরুল ইসলাম(২২)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপরে