প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১১:২১

দিনাজপুরে ১০ টি চোরাই মোটর সাইকেলসহ আটক ২

হিলি (দিনাজপুর)
দিনাজপুরে ১০ টি চোরাই মোটর সাইকেলসহ আটক ২

দিনাজপুরে ১০ টি চোরাই মোটর সাইকেলসহ দুই জনকে আটক করেছে দিনাজপুর র‌্যাব-১৩। আটককৃতরা দিনাজপুরের কোতয়ালী থানার কর্নাই কাটাপাড়ার মাহবুল হকের ছেলে শরিফ আলী (২৬) ও কোতয়ালী থানার মহারাজপুর বালাপাড়ার মৃত প্রাননেষ বসাকের ছেলে পলাশ বসাক (২৪)।

দিনাজপুর র‌্যাব-১৩ জানায়,সোমবার (০৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কোতয়ালী থানার রানীগঞ্জ বাজারে বিভিন্ন এলাকা হতে চোরাই মোটর সাইকেল মজুদ রয়েছে।এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যদের নিয়ে রানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে ১০ টি চোরাই মোটর সাইকেলসহ শরিফ ও পলাশকে হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাব-১৩ আরো জানায়,দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করে আসছে।র‌্যাব বাদী হয়ে শরিফ ও পলাশের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর কোতয়ালী থানায় তাদের হস্তান্তর করে।

 

উপরে