প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১৪:৫৬

পোরশা সীমান্তে বিএসএফ’র হাতে ৭ বাংলাদেশী যুবক আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশা সীমান্তে বিএসএফ’র হাতে ৭ বাংলাদেশী যুবক আটক

নওগাঁর পোরশা সীমান্ত থেকে ৭বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আটকৃতরা হলেন পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর(২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল(২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল(২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল(৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ(৩২), রফিকের ছেলে জহুরুল(৩২) ও সবুরদ্দিনের ছেলে হাকিম(৩৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে গতকাল মঙ্গলবার ভোরে ২৩১/১০(এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে নিয়ে যায়। এসময় তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে আসে।

এ ব্যাপারে ১৬বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম পিএসসি’র সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি আটকের ঘটনা শুনেছেন এবং আটকৃতদের ফিরিয়ে আনার জন্য বিএিসএফ’র সাথে যোগাযোগ করছেন বলে জানান।

 

উপরে