প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১৫:৪৮

বিশ্ব ইজতেমা ২০২০ আয়োজনে মাঠের প্রস্তুতি কাজ শুরু

অনলাইন ডেস্ক
 বিশ্ব ইজতেমা ২০২০ আয়োজনে মাঠের প্রস্তুতি কাজ শুরু

আর মাত্র দুই মাস পর শুরু হবে টঙ্গীর ৫৫তম বিশ্ব ইজতেমা। ২০২০ সালের বিশ্ব ইজতেমা আয়োজনকে সামনে রেখে গত সোমবার  মাঠ প্রস্তুতি কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের উপস্থিতিতে প্রস্তুতি কাজের উদ্বোধন করা হয়।

এবারও দুই গ্রুপ আলাদাভাবে ইজতেমা সম্পন্ন করবে। আগামী ১০-১২ জানুয়ারি প্রথর্ম পর্বে আলমি শূরার সাথীরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় পর্বে ১৭-১৯ জানুয়ারি মাওলানা সাদ কান্ধলভির অনুসারীর ইজতেমা পরিচালনা করবেন।

ইজতেমা মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ইসলামে বিবাদ-হানাহানি নেই। গত বছরের মতো এবার যেন ইজতেমা নিয়ে কোনো বিশৃ্ঙ্খলা না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে হবে। কেননা বিবাদ-বিশৃঙ্খলায় না গিয়ে সংযত মনোভাব ও সহমর্মিতার মাধ্যমে ইসলামের দাওয়াত চালিয়ে যাওয়াই একজন প্রকৃত মুসলমানের কাজ।

ইজতেমা মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘জিএমপি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, টঙ্গী দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মাসউদুল করিম, ময়দানের জিম্মাদার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খন্দকার, শাইখুল হাদিস মুফতি লেহাজ উদ্দীন, মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাবলিগ জামাতের দুপক্ষই আলাদাভাবে ইজতেমা আয়োজনে সম্মত হয়েছে। আলমি শূরার সাথীরা ১০-১২ জানুয়ারির ইজতেমায় অংশগ্রহণ করবে। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা ১৭-১৯ জানুয়ারির বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন।

উপরে