প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ১২:০৩

পেঁয়াজের দাম বেশি রাখায় ৮০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
পেঁয়াজের দাম বেশি রাখায় ৮০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের খাতুনগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিনটি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তিনি বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে মেসার্স আলীম ট্রেডার্স ও  সৌমিক ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা আর অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে মেসার্স হাজী অছি উদ্দিন সওদাগরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, খাতুনগঞ্জে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে এ অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।  নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, দোকানগুলোতে দেখা যায় অতিরিক্ত মুনাফা করে পেঁয়াজ বিক্রি করছে।

 এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানা করা দোকানগুলো মিয়ানমারের পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা করে বিক্রি করছিলো।

উপরে