প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ২১:০০

নন্দীগ্রামে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

বগুড়ার নন্দীগ্রামে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কাস বর্জন করে বিক্ষোভ করেছে। বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার খেংসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।জানা গেছে, খেংসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৬ শতক জায়গা রয়েছে। সে জায়গার ১৪ শতক নিজের সম্পত্তি বলে দাবি করে কামাল সরদার। ওই জায়গা নিয়ে দুই বছর ধরে মামলা চলছে। সম্প্রতি প্রধান শিক লাইব্রেরি কে টাঙানো দাতা সদস্যদের বোর্ড নামিয়ে ফেলেন। সেই বোর্ডে দাতা সদস্য হিসেবে কামাল সরদারের বাবা মরহুম তমেজ উদ্দিনের নামও ছিল।

আজ সকাল সাড়ে ৯টার দিকে কামাল সরদার স্কুলের লাইব্রেরি কে দাতা সদস্যদের নামের তালিকা বোর্ড নিচে নামানো দেখে প্রধান শিককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে প্রধান শিক সেকেন্দার আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাৎণিকভাবে এ সংবাদ ছড়িয়ে পড়লে স্কুলের শিার্থীরা কাস বর্জন করে বিােভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন, স্কুলের বোর্ডে দাতা সদস্যদের নাম সংশোধন করার জন্য নিচে নামানো হয়েছিল। এজন্য কামাল সরদার আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এর প্রতিবাদে কাস বর্জন ও শিার্থীরা বিােভ করেছেন।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, প্রধান শিককে লাঞ্ছিত করার ঘটনা খুব দুঃখজনক। বিষয়টি জানার পর উভায়কে ডাকা হলে কামাল সরদার প্রধান শিক্ষকের কাছে ক্ষমা প্রার্থনা করে, প্রধান শিক্ষকও তাকে ক্ষমা করে দেয়।

উপরে