প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ২১:২৫

নওগাঁর পত্নীতলায় চালকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় চালকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলায় প্রিন্সিপাল দিপক কুমার সরকারের দায়ের করা নজিপুর বাসস্ট্যান্ডের গাড়ি চালক মো: মিলন হোসেনসহ ৬জন চালক ও অজ্ঞাতনামা আরো ১৫/২০জনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা (নং-১৩/৪৬৩/০৫ নভেম্বর) প্রত্যাহারের দাবিতে ও গাড়ি ভাঙচুরের হুমকির প্রতিবাদে উপজেলার সকল চালকদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় নজিপুর বাসস্ট্যান্ড নওগাঁ রোডে ঘন্টাকাল ব্যাপী উক্ত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা ট্রাক, ট্রাংকলড়ি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন পত্নীতলা উপজেলা শাখার সহ-সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মহাতাব হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রম কল্যাণ সম্পাদক সাদরুজ্জামান সুমন, সড়ক সম্পাদক মামুনুর রশিদ, ট্রাক মালিক বাবলুর রশিদ প্রমুখ। বক্তারা জানায়, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে এক সপ্তাহের মধ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উপরে