প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ২১:৫৬

কাহালুতে আনুষ্ঠানিক ভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও মাছুদুর রহমান

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে আনুষ্ঠানিক ভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও মাছুদুর রহমান

“সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও মহড়ার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ/১৯ইং এর উদ্বোধন করেন ইউএনও মোঃ মাছুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাহলু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ লালু, রওশন আকতার। কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের  লিডার  আবু মোত্তালেব এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানার এস আই আইয়ুব আলী, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, কাহালু বিয়াম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাইসুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান এবং ফায়ার সার্ভিস  ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করে কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।

উপরে