প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ২২:০০

একাত্তরের রনাঙ্গনে গেরিলাবাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মুকুলের ইন্তেকাল

ষ্টাফ রিপোর্টার
একাত্তরের রনাঙ্গনে গেরিলাবাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মুকুলের ইন্তেকাল

একাত্তরের রনাঙ্গনে ন্যাপ-কমিউনিষ্ট পাটি-ছাত্র ইউনিয়নের গেরিলাবাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মুকুল হৃদরোগে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধিন থাকা অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ৯টায় ইন্তোকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।তিনি দুই পুত্র, স্ত্রী, ভাই-বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধায়ি রেখে গেছেন। তিনি বিনয়ী ও মার্জিত স্বভাবের মানুষ হিসাবে সুপরিচিত ছিলেন।

গতকাল বুধবার বাদ যহর স্থানিয় করোনেশন স্কুল ও কলেজ মাঠে সহকারি কমিশনার নাসরিন আক্তারের উপস্থিতিতে পুলিশের একটি চৌকষ দল তাকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। পরে মাওলানা শহিদুল ইসলামের ইমামতিতে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা অনুষ্ঠানে স্থানিয় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম-এর বগুড়ার সভাপতি মুক্তিযোদ্ধা মাছুদুর রহমান হেলাল, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডার আব্দুল কাদের, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সাধারন সম্পাদক আমিনুল ফরিদ, মাহফুজুল হক দুলু। এছাড়া ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুন চক্রবর্ত্তী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মুকুলকে শ্রদ্ধা জানান। জানাযা শেষে নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে তাকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মুকুল বগুড়ার সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগ্রার ভগ্নিপতি।

উপরে