প্রকাশিত : ৭ নভেম্বর, ২০১৯ ১৬:০৪

গাজীপুরে চার হাজার বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ

অনলাইন ডেস্ক
গাজীপুরে চার হাজার বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ

এবার বৃহত্তর ফেনসিডিলের চালান আটক করা হয়েছে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় এলাকায়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) বিশেষ অভিযানে ৩৯৪৬ বোতল ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে। এ সময় অভিনব কায়দায় মাদক পরিবহনকালে আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের এক সদস্য গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব ১-এর একটি আভিযানিক দলটি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড়স্থ মাম সিএনজি পাম্প এর সামনে থেকে ফেনসিডিলসমেত কাভার্ডভ্যানটি আটক করে।

র‌্যাব ১, সিপিসি ১-এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান ফেনসিডিল উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনসিডিলসহ আটক ব্যক্তির নাম মো. আবু সাঈদ (২৮)। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার স্থায়ী বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামী মাদক চোরাচালানী চক্রের সদস্য বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সহযোগীদের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিলের চালান ঢাকায় নিয়ে আসে তারা। মাদক পরিবহনের জন্য এই মাদক চোরাচালানকারী চক্রের একাধিক কাভার্ডভ্যান ও ট্রাক রয়েছে, যেগুলো নামমাত্র পণ্য পরিবহন করলেও তাদের প্রধান উদ্দেশ্য মাদক পরিবহন করা।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

উপরে