প্রকাশিত : ৭ নভেম্বর, ২০১৯ ১৭:০৯

গাবতলীর বাগবাড়ী ব্রাক স্কুলে অভিভাবক সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি
গাবতলীর বাগবাড়ী ব্রাক স্কুলে অভিভাবক সমাবেশ

বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাক আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তারা বলেছেন, নারী ও শিশুর প্রতি নির্যাতন, বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে শিক্ষার্থীর অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা সচেতন হলে এসব সমাজবিরোধী কাজ নির্মূল করা সম্ভব। বক্তারা এ ক্ষেত্রে ব্রাকের অবদানের প্রশংসা করে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। 

বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী ব্রাক মাল্টিপ্লাস স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসব কথা বলেন। অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মহব্বত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া ব্রাকের টেকনিক্যাল মানেজার আহসান হাবিব, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম বজলু, ব্রাকের কর্মসূচী সংগঠক  আবু বকর সিদ্দিক, রাশেদুর রহমান প্রমুখ।

উক্ত সভায় শিক্ষক, অভিভাবক ছাত্র-ছাত্রীরা অংশ নেন। পরে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন, বেস্ট প্র্যাকটিস অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপরে