প্রকাশিত : ৭ নভেম্বর, ২০১৯ ২০:৪৪

নিবার্হী অফিসারের অভিযান নন্দীগ্রামে হতদরিদ্রদের ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নিবার্হী অফিসারের অভিযান নন্দীগ্রামে হতদরিদ্রদের ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করা ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে আপেল মাহমুদ পলাতক রয়েছে।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভাটরা ইউনিয়নের বাউরিপাড়া গ্রামের আপেল মাহমুদের বাড়িতে অভিযান চালানো হয়। সে ওই গ্রামের ইশরত আলীর ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার একদল পুলিশ নিয়ে বাউরিপাড়া গ্রামের আপেল মাহমুদের বাড়ী থেকে সরকারী ৩০ বস্তা চাল উদ্ধার করেন। পরে চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মরূশেদুল বারীর  কাছে জিম্মায় রাখা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার বলেন, ১০ টাকা কেজি দরে বিক্রি করা ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপরে