প্রকাশিত : ৮ নভেম্বর, ২০১৯ ১৬:১৮

পঞ্চগড়ে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

অনলাইন ডেস্ক
পঞ্চগড়ে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

পঞ্চগড় সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের আমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। তবে তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, শুক্রবার বেলা একটার দিকে কাজী পরিবহনের একটি বাস পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল।

বাসটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের আমতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা সাতজন যাত্রীর মধ্যে পাঁচজনেই ঘটনাস্থলে মারা যান। আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। অপরজনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পঞ্চগড় জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন।

উপরে