প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১৬:২৮

বগুড়ায় সেরা করদাতাদের মাঝে সম্মাননা সনদপত্র প্রদান ও আয়কর মেলার উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সেরা করদাতাদের মাঝে সম্মাননা সনদপত্র প্রদান ও আয়কর মেলার উদ্বোধন

‘‘ সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর ও আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দিবো’’ এই শ্লোগান নিয়ে বগুড়ায় কর অঞ্চল-বগুড়ার উদ্যোগে স্থানীয় বিয়াম ফাউন্ডেশন হল রুমে জেলা ভিত্তিক সেরা করদাতাদের মাঝে সম্মাননা, সনদপত্র প্রদান ও আয়কর মেলার উদ্বোধনী করা হলো।

আজ বুধবার দুপুরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাসুদুর রহমান মিলন, বগুড়া ট্যাক্সেস ল’ইয়ার্স এসোসিয়েশন এর সভাপতি আব্দুল হামিদ, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কর অঞ্চল বগুড়ার কর কমিশনার আবু সাঈদ মোঃ মুস্তাক।

অনুষ্ঠানে বগুড়ার অধিনে চারটি জেলার (বগুড়া,সিরাজগঞ্জ,জয়পুরহাট ও গাইবান্ধা) প্রতিটি জেলার ৩জন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা, ২জন দীর্ঘ মিয়াদী করা প্রদানকারী করদাতা, একজন সর্বোচ্চ আয়কর প্রদানকারী (মহিলা) করদাতা ও একজন তরুন সর্বোচ্চ আয়কর প্রদানকারী সহ মোট ৭জন করে সর্বমোট ২৮জন করদাতাকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

পরে কেক কেটে চারদিনব্যাপী আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়কর মেলা চলবে আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।

 

উপরে