প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ২১:০৮

বগুড়ায় হাসপাতাল থেকে জন্মের পর পুত্র সন্তান চুরি

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় হাসপাতাল থেকে জন্মের পর পুত্র সন্তান চুরি

বগুড়ায় জন্মের পর পরই চুরি হয়ে গেল পুত্র সন্তান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগ থেকে এই শিশুটি চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পর থেকে এই শিশুটির সন্ধান আর পাওয়া যায়নি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এর কার্যালয় সুত্রে জানা যায়, আজ বুধবার বগুড়ার কাহালু উপজেলার বেলঘড়িয়া গ্রামের সৌরভ এর স্ত্রী নাহিদা আকতার (২৮) এর প্রসব বেদনা উঠলে দুপুর ১টায় এই হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর সাড়ে ৩ টার দিকে নরমালভাবে সে একটি পুত্র সন্তান প্রসব করেন। প্রসবের পর এক অপরিচিতি মহিলা শিশুটিকে শিশু ওয়ার্ডে নিয়ে চিকিৎসা করার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে আর শিশুটিকে পাওয়া যায়নি।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান,হাসপাতাল থেকে এক নবজাতক শিশুকে পাওয়া যাচ্ছে না। তবে শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।

উপরে