প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ২১:৪৩

ফটো সাংবাদিকরা ছবি’র মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরেন: আমিনুল ইসলাম ডাবলু

ষ্টাফ রিপোর্টার
ফটো সাংবাদিকরা ছবি’র মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরেন: আমিনুল ইসলাম ডাবলু

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেছেন, আলোকচিত্র এমন একটি শিল্প যা দিয়ে গোটা বিশ্বকে নাড়া দেওয়া সম্ভব। একটি ছবি সমগ্র বিশ্বে একই ভাষায় কথা বলে। ফটো সাংবাদিকরা ছবির মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরেন। সংবাদ বিভিন্নভাবে পরিবেশন করা গেলেও ছবি কখনো ভিন্নভাবে প্রকাশের সুযোগ নেই।  ছবি সর্বদা সত্য কথা বলে। গণমাধ্যমের প্রচার ও প্রকাশনার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। দেশ জাতির উন্নয়নে সাংবাদিকদের অবদান গুরুত্বপূর্ন। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে, এতে করে সকলেই উপকৃত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তিনি সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

তিনি মঙ্গলবার রাতে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে নিজস্ব তহবিল থেকে ১টি এলইডি টেলিভিশন প্রদানকালে কথাগুলো বলেন। এসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ শাইন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম এর হাতে টেলিভিশন প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক আলো প্রতিদিনের উপদেষ্ঠা সম্পাদক আব্দুস সালাম বাবু, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, ঠান্ডা আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, জেলা যুবলীগ নেতা আনোয়ার পারভেজ রুবন, আব্দুর রাজ্জাক, সাজেদুর রহমান সিজু, আবু সাইদ লেলিন, সাব্বির আহম্মেদ স্মরন, লিটন রহমান, ফটো সাংবাদিক মোমিন জিলু, মহিত উল আলম মিলন, ফিরোজ পশারী রানা, সংঙ্গীত রায় বাপ্পি, কাওছার উল্লাহ আরিফ, আল-মুমিন, কামরুল হাসান কমল প্রমূখ।

উপরে