প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ২১:৪৬

নন্দীগ্রামে নিজের জমির ধান না কাটতে কৃষক কে মারপিট সহ প্রাণ নাশের হুমকি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে নিজের জমির ধান না কাটতে কৃষক কে মারপিট সহ প্রাণ নাশের হুমকি

বগুড়ার নন্দীগ্রামে নিজের জমিতে রোপনকৃত আমন ধান না কাটার জন্যে কৃষক মঞ্জু মল্লিক কে মারপিট ও প্রান নাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এবিষয়ে বাদী হয়ে মঞ্জু মল্লিক নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার বিজয়ঘট গ্রামের মৃত: ইনু মল্লিকের ছেলে মো: মঞ্জু মল্লিক নিজের সি. এস খতিয়ান নং- ২৬, এম. আর. আর খতিয়ান নং- ৫০ এর ৯ দাগের ৩.৫১ শতক জমি তার পিতার আমল থেকে ভোগ দখল করিয়া আসছে। এবার আমন মৌসুমে তিনি ৪৯ জাতের আমন ধান রোপন করেছেন। এদিকে একই গ্রামের মো: সোলাইমান আলী, নুর-মোহাম্মাদ ও মো: নুরনবী সহ এলাকার কয়েকজন প্রভাবশালী উক্ত জমি দখল করতে আসলে মঞ্জু মল্লিক বাধা দিলে তারা চলে যায়। উক্ত জমি নিয়ে পরবর্তীতে নন্দীগ্রাম সহকারী জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় গত ৮ই নভেম্বর বিকেলে মঞ্জু মল্লিক কে একা পেয়ে প্রভাবশালীরা উক্ত জমির ধান কাটলে তাকে মারপিট সহ প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেন। এদিকে বিবাদপূর্ন জমিতে ধান কাটা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

উপরে