প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ২১:৫০

বর্তমান সরকার সারাদেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে: প্যানেল চেয়ারম্যান রনি

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বর্তমান সরকার সারাদেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে: প্যানেল চেয়ারম্যান রনি

বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সারাদেশে দৃশ্যমান উন্নয়ন সাধন করেছে। বছরের শুরুতেই বিনামূল্যে বই, বিশেষ করে নারীশিক্ষা নিশ্চিতে স্নাতক পর্যন্ত বিনা পয়সায় অধ্যায়নের সুযোগ এবং প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান যা শতভাগ শিক্ষা নিশ্চিতে ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শুধু শিক্ষাই নয় বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধার বিকাশেও নানামুখী কো-কারিকুলাম কার্যক্রমের সুযোগ নিশ্চিত করেছে।

সাফল্যের ছোঁয়া কোচিং সেন্টারের আয়োজনে বুধবার বিকেলে শহরের ২০ নং ওয়ার্ডের নারুলী তালতলা এলাকায় শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। প্রতিষ্ঠানের পরিচালক আকিল আহম্মেদ দূর্জয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: সুজিত কুমার তালুকদার, বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়, বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দার ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুব আলম মল্লিক সজল এবং ২০ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মানিক। এসময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী সদস্য সজল শেখ, ছাত্রনেতা শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আয়োজিত শিক্ষার্থীদের ডিসপ্লে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপরে