প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯ ১৭:১৬

আত্রাইয়ে জিএসসি পরীায় প্রক্সি দিতে গিয়ে আটক ২

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আত্রাইয়ে জিএসসি পরীায় প্রক্সি দিতে গিয়ে আটক ২

নওগাঁর আত্রাইয়ে দলিল লেখক দাখিল মাদ্রাসা কেন্দ্রে অন্যের পরিবর্তে (প্রক্সি) জিএসসি পরীা দিতে গিয়ে দু'জন পুলিশের হাতে আটক হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছানাউল ইসলামের অনুসন্ধানে ওই কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো- পার্শ্ববর্তী বাগমারা উপজেলার ফতেপুর গ্রামের কছিমদ্দিনের ছেলে আব্দুর রশিদ (১৯) ও হাটকালুপাড়া গ্রামের ইয়ার আলীর ছেলে রাইহান (১৮)।

জানা যায়, উপজেলার হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার দুই জন জিএসসি পরীার্থীর পরিবর্তে তার বন্ধু আব্দুর রশিদ ও রাইহান পরীা দিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তাদের আটক করে রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক ছানাউল ইসলাম তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

 

উপরে