প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ১৯:৫৫

চাপাইনবাবগঞ্জে ৩ বস্তা লবণ কেনায় এক ব্যক্তি আটক

অনলাইন ডেস্ক
চাপাইনবাবগঞ্জে ৩ বস্তা লবণ কেনায় এক ব্যক্তি আটক

অতিরিক্ত দাম এবং মজুদের উদ্দেশে অতিরিক্ত লবণ কেনার খবর পেয়ে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একজনকে আটক এবং একজনকে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়।

আটক জিয়াউর রহমান (৩২) শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী এলাকার হাবিবুর রহমানের ছেলে। জরিমানা করা মুদি দোকানদারের নাম জানা যায়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌধুরী রওশন ইসলাম জানান, অভিযান চলাকালে বেশি মূল্যে লবণ বিক্রির উদ্দেশে একসঙ্গে তিন বস্তা লবণ কেনার অপরাধে জিয়াউর রহমানকে আটক করা হয়। এছাড়া লবণের বেশি দাম নেওয়ার অপরাধে একজন মুদি দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করে আদালত।তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে লবণের কোনও ঘাটতি নেই, এমনকি আগামী দশ বছরেও লবণের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। অতএব লবণের মূল্য বৃদ্ধির গুজবে কেউ কান দিবেন না এবং কোন ব্যক্তি প্যাকেটের গায়ে লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে লবণ বিক্রি করলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

উপরে