প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ২০:৪১

বিআইআইটি’র শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার
বিআইআইটি’র শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞাঁ বলেন,বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাবহার সম্পর্কে আরো সতর্ক হতে হবে। ইন্টারনেটের অধিক ব্যবহার ও অসতর্কতার জন্য সমাজে বাড়ছে অপরাধ।সেইসাথে অভিভাবকদের নিজেদের সন্তানদেও প্রতি আরো সচেতন হওয়ার কথাও বলেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে বেসরকারি পলিটেকনিক বিআইআইটি কর্তৃক  আয়োজিত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক আয়োজনে একথা বলেন পুলিশ সুপার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদেও উদ্দেশ্যে বলেন,প্রযুক্তি নির্ভর , আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত বিআইআইটি, বগুড়া বর্তমানে দেশব্যাপি সুনাম অর্জন করেছে । সেই ধারাবাহিকতা রক্ষা করতে নবীন শিক্ষার্থীদের এখন থেকেই শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে নিজেদেও জীবন পরিচালিত করতে হবে।

মঙ্গলবার বিকেলে বিআইআইটি’র ২০১৯-২০ শিক্ষাবর্ষের সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও টেক্সটাইল টেকনোলজিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান রাকিবুল হাসান জুয়েল ও ইংরেজি বিভাগের শিক্ষক কনক কুমার পাল অলকের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি, নাটকসহ অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান, বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল এবং বগুড়া প্রেসকাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এ. কে. এম বজলুল করিম বাহার এবং বিআইআইটি মডেল ্কুল এন্ড কলেজ, বগুড়ার অধ্যক্স তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআইআইটি, বগুড়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাহাবুদ্দীন সৈকত।

উপরে