প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ২১:০৭

হিলিতে লবণ কান্ড,৪ দোকানে ১ লাখ টাকা জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলিতে লবণ কান্ড,৪ দোকানে ১ লাখ টাকা জরিমানা

হুজুকে বাঙ্গালি, চিল নিয়েছে কান,চিলের পিছোনে দৌড়।এমনটিই ঘটেছে দিনাজপুরের হিলি সীমান্তে।লবণরে দাম বাড়ছে এমন গুজবে হিলি বাজারে লবণ কেনার হিড়িক পড়েছে। ১ ঘন্টার মধ্যে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা দামে লবন বিক্রি হওয়া শুরু হয়েছে।

বাজারে লবণের দাম নিয়ন্ত্রণে রাখাতে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় হাকিমপুর উপজলো নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম বাজার মনিটরিং এর জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।অভিযান চালিয়ে ৪ দোকানদারের নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।

মঙ্গলবার সকাল থেকে হিলি বাজারে গুনজন ওঠে, লবনের দাম বেড়ে গেছে। যেখানে  পেঁয়াজের দাম বেড়েছে, তখন এমনই গুজবে সাধারন ক্রেতারা ৫ থেকে ১০ কেজি লবন কিনতে শুরু করে। বেলা গড়ার সাথে সাথে সারা বাজার থেকে শত শত টন লবন বিভিন্ন দোকান থেকে বিক্রি হয়ে যায়।
    
এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার প্রথম শ্রেনীর ম্যাজিট্রেট মো. আব্দুর রাফিউল আলম বাজারের বিভিন্ন দোকানে পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান। ভোক্তাদেরকে খোলা লবন ১৬ টাকা কেজি দরে এবং বিভিন্ন কোম্পানীর প্যাকেটজাত লবনের নির্ধরিত মুল্যে বিক্রির নির্দেশ প্রদান করেন।

উপরে