প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯ ১৬:১৯

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে  এক লাখ টাকা জরিমানাও করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ আগস্ট রাতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের নতুন পাড়া এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে স্ত্রী ময়না আক্তারকে (১৯)  শ্বাসরোধ করে হত্যা করেন রবিউল। পরে তার লাশ বাড়ির পেছনে পাহাড়ের খাদে ফেলে দেন।

এই ঘটনায় নিহত ময়নার বাবা মাইনুল হক ওরফে ময়নাল বাদী হয়ে মেয়ের জামাইসহ অজ্ঞাত ৪-৫জনকে আসামি করে মহালছড়ি থানায় মামলা  করেন।

পুলিশ ঘটনার তিন মাস পর ২০ নভেম্বর রবিউলকে আসামি করে আদালতে চার্জশিট দেন। মামলা চলাকালীন আসামির স্বীকারোক্তি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের  আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো।

উপরে