প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯ ২১:৩৫

বগুড়ায় শিশু একাডেমীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বগুড়ায় শিশু একাডেমীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বগুড়ায় বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে জেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস । অনুষ্ঠানে বক্তারা বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ও গুরুত্বসহ মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। সেই সাথে দেশের সূর্য সন্তান হিসেবে গড়ে উঠে মানবকল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখার আহব্বান জানান। 

উপরে