প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০ ১৬:০৯

হিলি পোর্ট পরির্দশনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলি পোর্ট পরির্দশনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

হিলি স্থলবন্দরের গুরুত্ব বিবেচনা করে অবকাঠামো ও বন্দরের সম্প্রসারনের উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে সরকার। বন্দর সম্প্রসারণ করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।হিলি স্থলবন্দর পরির্দশনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী।

আজ রবিবার দুপুরে হিলি স্থলবন্দর পরির্দশনে আসেন তিনি। এসময় তিনি বন্দরের বে-সরকারী অপারেটর পানামা ওয়ার হাউজসহ বন্দরের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, হিলি কাষ্টমসের সহকারী কমিশনার আব্দুল হান্নান, বে-সরকারী অপারেটর হিলি পানামা পোর্টের পরিচালক অনন্ত কুমার চক্রবর্তীসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।

উপরে