প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০ ১৬:৪৯

কাহালু থানার সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন করলেন এম পি আলহাজ্ব মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালু থানার সৌন্দর্য  বর্ধন কাজ পরিদর্শন করলেন এম পি আলহাজ্ব মোশারফ হোসেন

আজ রোববার বগুড়ার কাহালু থানার সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪,কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডাঃ সামির হোসেন (মিশু), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. আউয়াল হোসেন তালুকদার, কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, এস আই আশিকুর রহমান আশিক, আইয়ুব আলী, কাহালু থানার এ এস আই জাহাঙ্গীর আলম, মাসুদ রানা, জহুরুল ইসলাম, জুয়েল সরদার সহ এমপির সফরসঙ্গী ও থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, মোঃ জিয়া লতিফুল ইসলাম গত ০৫/০৫/১৯ইং তারিখে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করার পর বগুড়া পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় তিনি কাহালু থানা ভবনের অবকাঠামো উন্নয়ন, থানার কর্তব্যরত অফিসারের কক্ষের উন্নয়ন, থানা হাজত খানার আধুনিক করণ, থানার নিরাপত্তা নিশ্চিতকল্পে থানা ভবন সহ থানা চত্বর, থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন, থানায় আগত সেবা প্রত্যাশীদের অভ্যর্থনা কক্ষ আধুনিক করণ, থানার নারী ও শিশু হেল্প ডেক্র কক্ষের উন্নয়ন সহ থানার অভ্যন্তরে ফলজ ও বনজ বৃক্ষরোপন, থানা চত্বরে অবস্থিত পুকুরঘাট নির্মাণ, থানার অভ্যন্তরে পাকা ঢালাই রাস্তা নির্মাণ এবং থানার অভ্যন্তরে মধ্যভাগে ব্রিটিশ আমলের স্থাপনা শৈলী পানির উৎস হিসেবে ব্যবহৃত ইন্দিরা (অকার্যকর) সংস্কার সহ থানা গেটে কাহালু পৌরসভার অর্থায়নে পথচারীদের দৃষ্টি নন্দন বসার স্থান নির্মাণের পাশাপাশি আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি বিশেষ ভুমিকা পালন করে আসছেন। ইতিপূর্বে মোঃ জিয়া লতিফুল ইসলাম বগুড়ার শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত থাকাকালে উক্ত থানার সৌন্দর্য বর্ধনের ব্যাপক ভুমিকা রেখেছিলেন যা বিভিন্ন মহলের প্রশংসিত হয়েছে।

উপরে