প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০ ১৭:০৪

চট্টগ্রামে বাবু কলোনিতে পুড়ল শতাধিক ঘর

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে বাবু কলোনিতে পুড়ল শতাধিক ঘর

চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় বাবু কলোনি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টায় ডেকোরেশন গলির শেষ মাথায় বাবু কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পুরো হিসাব তারা বের করা চেষ্টা করছেন বলে তিনি জানান।

ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, কলোনিতে ঢোকার সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিতে খুব বেগ পেতে হয়েছে। আবার পানির সহজ উৎসও ছিল না। টিনশেড কাঁচাঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে তিনি ধারণা করছেন।

উপরে