প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:৩০

লাইট হাউসের মতো অন্যান্য সংস্থা গুলোকে সমাজের অবহেলিত মানুষের জন্য এগিয়ে আসতে হবে : সফিক

কাহালু (বগুড়া) প্রতিনিধি
লাইট হাউসের মতো অন্যান্য সংস্থা গুলোকে সমাজের অবহেলিত মানুষের জন্য এগিয়ে আসতে হবে : সফিক

বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, লাইট হাউস এর মতো আরো যে যে সংস্থা গুলো কাজ তাদের সমাজের অবহেলিত মানুষের জন্য এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, লিগ্যাল এইড সম্পর্কে জনগনকে আরো বেশি সচেতন করতে হবে এবং আমরা যারা সদস্য আছি তারা প্রত্যেকেই দায়িত্ব পালন করবো ও ভিকটিমের সাথে কথা খোঁজখবর নিবো তারা সঠিক ভাবে সরকারি আইনী সহায়তা পাচ্ছে কি-না এটাও আমাদের সকলের দায়িত্ব।

গত বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ও ইউএসএআইডি-র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি এর আর্থিক সহযোগিতায় এবং জেলা লিগ্যাল এইড ও লাইট হাউস এর আয়োজনে মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, উগ্র সহিংসতা শিকার ব্যক্তিদের অধিকার বিষয়ক উপজেলা পর্যায়ের লিগ্যাল এইড সদস্যদের নিয়ে সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহি অফিসার মো. আজিজুর রহমান সহ উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি অফিসারবৃন্দ। সেশন পরিচালনা করেন বগুড়া জজ কোর্টের প্যানেল আইনজীবি এ্যাডঃ শাহজাদী সুলতানা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লাইট হাউসের প্রকল্প সমন্বয়কারি  রশিদা খাতুন তাকে সহযোগিতা করেন নাজমা।

উপরে