প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৩৭

পার্বতীপুরের বড়পুকুরিয়া খনির ৫ চীনা কর্মী পর্যবেক্ষণে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরের বড়পুকুরিয়া খনির ৫ চীনা কর্মী পর্যবেক্ষণে

চীন থেকে সম্প্রতি বাংলাদেশে আসা পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৫ জন কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চীন থেকে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতা মুলুক পদক্ষেপ হিসেবে তাদেরকে কাজে যোগদান করতে দেওয়া হয়নি।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনে নিয়োজিত চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে প্রায় তিনশত চীনা নাগরিক বিভিন্ন পদে খনিতে কর্মরত রয়েছেন।

এদের মধ্যে কিছু শ্রমিক ছুটি কাটাতে দেশে গিয়েছিল। সম্প্রতি ৫ জন কর্মী কয়লা খনিতে ফিরে আসে। সতর্কতা মুলুক পদক্ষেপ হিসেবে ওই ৫ কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উপরে