প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৪

বিএনপির অভিযোগ অমূলক : তাপস

অনলাইন ডেস্ক
বিএনপির অভিযোগ অমূলক : তাপস

কেন্দ্র দখল, এজেন্ট ঢুকতে না দেয়াসহ বিএনপি প্রার্থীদের অভিযোগ অমূলক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার দুপুরে রাজধানীর গ্রীনরোডে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি। শেখ তাপস বলেন, ‘তাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে সব জায়গায় হয়তো এজেন্ট দিতে পারেনি। কেন্দ্র দখলসহ তারা যেসব অভিযোগ করছে সেগুলো সত্য নয়। এসব অভিযোগ অমূলক।’

ভোটার উপস্থিতি আরো বেশি আশা করেছিলেন জানিয়ে শেখ তাপস বলেন, 'আমি আশা করেছিলাম ভোটার উপস্থিতি এবং ভোট পড়ার হার অন্তত ৬০ শতাংশ হবে। সেখানে এখন পর্যন্ত ভোটারদের যা উপস্থিতি তাতে ৫০ শতাংশ ভোট পড়বে কি না সন্দেহ।’ শেষ মুহূর্তে ভোটার উপস্থিতি বাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন শেখ তাপস।

উপরে