প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:০৪

বগুড়ায় ৭৯ টি কেন্দ্রে ৪৬ হাজার ৫০৮জন পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক
বগুড়ায় ৭৯ টি কেন্দ্রে ৪৬ হাজার ৫০৮জন পরীক্ষার্থী

সারা দেশের সাথে বগুড়াতেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবছর জেলায় এসএসসিতে ৭৯ টি কেন্দ্রে ৪৬ হাজার ৫০৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১১৮জন এবং ছাত্রী ১৭ হাজার ১৫২জন । অপর দিকে দাখিল পরীক্ষায় ১৯টি কেন্দ্রে ৮ হাজার  ৩৮৬জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। এর মধ্যে ৪ হাজার ১৬২জন ছাত্র এবং ৪ হাজার ২২৪জন ছাত্রী।

এছাড়াও ১৮টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৮২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে। এর মধ্যে ছাত্র ২ হাজার ৮৯জন এবং ছাত্রী ৭৩১জন। এছাড়াও মাত্র ২টি কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৩২জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ২৯জন এবং ছাত্রী ৩জন।

বরাবরের মত পরীক্ষার কেন্দ্র গুলোতে যাতে কোন প্রকার ঝামেলায় সৃষ্টি না হয় এবং পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠ’ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপরে