প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২২

পার্বতীপুরে মাদক চোরাচালানী গ্রেফতার

পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে মাদক চোরাচালানী গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে মাদক দ্রব্য সহ এক মাদক চোরাচালানী কে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫ টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্মের দক্ষিন মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সোমবার বিকেল সাড়ে ৫ টায় রেলওয়ে থানা পুলিশ রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্মের দক্ষিনের মাথায় পরিত্যাক্ত ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে সীমান্তের চোরাপথ দিয়ে নিয়ে আসা ভারতীয় নেশার ইনজেকশন বিক্রি করার সময় রুবেল হোসেন (২৫) নামক এক চোরাচালানী কে ৬০ পিচ নেশার ইনজেকশন সহ হাতেনাতে গ্রেফতার করে। সে পার্বতীপুর শহরের রোস্তম নগর মহল্লার মৃত মোজাম্মেল হোসেনের পুত্র। তিনি আরো জানান,সে একজন চিহ্নিত মাদক চোরাচালানী এবং তার রিরুদ্ধে আদালতে একাধীক মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

উপরে