প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:০২

হিলিতে ৫০ জন প্রশিক্ষনার্থীকে চেক ও সনদ প্রদান

হিলি (দিনাজপুর)
হিলিতে ৫০ জন প্রশিক্ষনার্থীকে চেক ও সনদ প্রদান

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তাবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের  জন্য আয়বর্ধক (আইডিএ) প্রশিক্ষণ প্রকল্পের সেলাই ও ব্লক বাটি প্রশিক্ষনার্থীদের মাঝে দিনাজপুরে হাকিমপুরে (হিলি) চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুর ১২ টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে  আলোচনা সভা  নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর উর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর প্রমুখ।

প্রশিক্ষণ প্রকল্পের সেলাই ও ব্লক বাটি ৫০ জন প্রশিক্ষনার্থীদের প্রত্যেককে ৬ হাজার  টাকা ও সনদ প্রদান করা হয়।

উপরে